Home Introduce yourself and your blog My Latest Posts মা…. #মা…. ত্যাগ এর দেবী না । মা…. এই ছোট্ট শব্দ টা শুনলেই প্রথমেই আমাদের মনের মধ্যে একটা মমতাময়ী স্নেহশীলা আদর মাখা মুখ ভেসে ওঠে। জন্মের আগের নয় মাস ও তার পর সারাজীবন আগলে রাখে এই ছোট্ট শব্দটা আমাদের।আমরা কষ্ট পেলে সব আগে যে বুঝতে পারে, আমাদের চোট লাগলে যার ব্যথা বেশি লাগে। নিজের সব ভালো টুকু যে আমাদের বড়ো করে তোলে…. সেই মা । কিন্তু?????? কিন্তু কোথাও একটা ভুল হয়ে যায় তাদের ও… তারা তো মা, কিন্তু তারা তো ত্যাগ এর দেবী না । আমরা ছোটো বেলা থেকেই দেখে আসি, মা, যে তার সব ভালো টুকুই আমাদের দিয়ে দেয়। নিজে নিরামিষ খেয়ে সন্তান এর মুখে মাছ মাংস তুলে দেয়, নিজে সাধারণ কাপড় কিনে ভালো পোশাক টা সন্তান কে দেয়। আমরাও যেন এটা মেনে নিতে থাকি, সব ভালোটাই আমাদের জন্য । না কখনই ঠিক না । মা মানে সে মা, সে মানুষ, কোনো ত্যাগ এর দেবী না। ভালো জিনিস টা তার ও প্রাপ্য। কিন্তু অবাক ব্যাপার, তারা নিজেরাও যেন ভুলে যায়… কোনো ভালো জিনিস টা পাওয়া তার ও অধিকার। বাচ্চা কে sharing&caring শেখানোর জন্য তাদের সেখানো হয়, স্কুলে টিফিন ভাগ করে খেতে, বা বাড়িতে ভাই বোন দাদা দিদিদের সাথে খেলনা ভাগ করে নিতে… কিন্তু মা এর সাথে ভাগ করে নিতে কেন শেখানো হয়না বলুনতো? নিজে নিরামিষ না খেয়ে সন্তান কে মাছ বা মাংস টা না দিয়ে, তাকে ভাগ করে দিন। তাকেও দেখান, ভাগ করে মা এর সাথে খাওয়া। তবেই আসল sharing শিখবে । একটা চকলেট এর একটা টুকরো সন্তান কে দিলে নিজেও একটা টুকরো খান তার সামনেই…. তবেই সে বুঝবে ভাগ করে খাওয়ার আসল মানে। হ্যাঁ এর জন্য হয়তো কিছু মানুষের কথার সম্মুখীন হতে হবে আপনাকে…. হয়তো প্রশ্ন উঠবে, ‘কেমন মা তুমি? বাচ্ছার খাবারে ভাগ বসাচ্ছ?’ সে বলুক না, বলতে দিন.. জানবেন আপনার সন্তানের ভবিষ্যত উন্নত হবে…আপনি সন্তানের খাবারে ভাগ বসাচ্ছেন না, আপনি আপনার থেকে সন্তান কে ভাগ করে নিতে শেখাচ্ছেন। মা কে আমরা ত্যাগ এর দেবী ভেবে ফেলি.. তাই হয়তো মা এরাও হয়তো ভুলে যান, তারাও রক্ত মাংসের মানুষ, ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া তাদের ও আছে…. মা…. ত্যাগ এর দেবী না । ©সুচরিতা ধরFebruary 16, 2022